চুকনগর (খুলনা) প্রতিনিধি ॥ সোনার বাংলা মৎস্য আড়তের মালিক বিশিষ্ট মাছ ব্যবসায়ী জয়দেব বিশ্বাস ও আজিবার বিশ্বাস মৃত্যুতে চুকনগর গাজী ইয়াসিন মৎস্য আড়তের উদ্যোগে এক দোয়া ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় আড়ট প্রাঙ্গনে শোক সভায় সভাপতিত্ব করেন আব্দুল হান্নান। আনিসুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রেজাউল ইসলাম, ভুট্টো মোড়ল, সম নাজমুল ইসলাম, ভানু মিত্র, পরিতোষ বাবু, ওলিয়ার রহমান, শেখ মুস্তাক আহম্মেদ, গোপাল, ইউনুস সরদার, শিহাব মোড়ল, সামাদ শেখ, মেহেদী হাসান, হামিদ বিশ্বাস, কামরুল ইসলাম প্রমুখ।
8,701,376 total views, 3,708 views today