চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরে বিশ্ব ব্যাংকের অর্থায়নে আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ প্রবণ এলাকায় ক্ষতিগ্রস্ত দরিদ্র, প্রান্তিক, ভূমিহীন বর্গাচাষী ও মহিলা খানা প্রধান পরিবারগুলোর মাঝে ফুড গ্রেট প্লাস্টিকের তৈরি উন্নতমানের সাইলো (ড্রাম) বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১০টায় চুকনগরে আটলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই ড্রাম বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটলিয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট প্রতাপ কুমার রায়।
এসময় উপস্থিত ছিলেন সাইলোর আঞ্চলিক সমন্বয়কারী ইমদাদুল হক, ইউপি সচিব রমেশ চন্দ্র সানা, উপ-সহকারী কৃষি অফিসার আশুতোষ দাস, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রেশমা বেগম, শিখা রাণী বসাক, কুলসুম বেগম, ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম, এমএ সালাম, কামরুল ইসলাম, বিএম হাবিবুর রহমান হবি, অসীম বিশ্বাস, মনিরুজ্জমান রাজু, আব্দুল হালিম মুন্না, শেখ সিরাজ উদ্দীন প্রমুখ।
চুকনগরে সাইলো বিতরণ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/