ব্লুগোল্ড কর্মসূচির কৃষি উৎপাদনের জন্য প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় সদর উপজেলার গোবিন্দপুর ও ফিংড়ী ঠাকুরপাড়ার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় ফিংড়ী মাঠে নিমাই চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবেস প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ অরবিন্দু বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ প্লাবনী সরকার, উপ-সহকারি কৃষি অফিসার রঘুজিৎ গুহ, বিশ্বজিৎ দাস, নীলকণ্ঠ সরকার, মো. হাবিবুল্লাহ, হাসানুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমরা বাংলাদেশিরা খাদ্য, মাছ ও মাংসে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। আমাদের পুষ্টির চাহিদা পূরণ, তেলের ঘাটতি পূরণে ফল, সবজি ও মশলার আবাদ বৃদ্ধি করতে হবে।
বিশেষ অতিথি কৃষি অফিসার আমজাদ হোসেন বলেন, টেকসই কৃষি উন্নয়ন, কৃষকদের আর্থ সামাজিক উন্নয়নে ক্লাব গঠন করে দলগতভাবে কাজ করতে হবে।
মাঠ দিবসে ২০০ কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি