নভেম্বর ১০, ২০১৮
খুলনা যুবলীগের উদ্যোগে শহীদ নূর হোসেন দিবস পালন
ডেস্ক রিপোর্ট: শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে খুলনা জেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা শনিবার সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখা যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেনের সভাপতিত্বে দপ্তর সম্পাদক আসাদুজ্জামান রিয়াজে পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, প্রচার সম্পাক জলিল তালুকদার, তথ্য ও গবেষণা সম্পাদক জামিল খান, যুবনেতা সরদার নুরুজ্জামান, হেলাল খান, জামাল হোসেন, হারুন অর রশিদ, মাহাফুজুর রহমান সোহাগ, বিবেকানন্দ রায়, বদরুল আলম তয়ন, শাহানেওয়াজ টিংকু, আব্দুর রউফ, জহুর শেখ, রেজাউল ইসলাম রেজা, মেজবাবুর রহমান, আব্দুল বারেক, সরদার আসাদুজ্জামান, মিলন মোল্লা, তাপস, মনা, সানী, সরদার জসিম, বারেক খান প্রমুখ। 8,703,850 total views, 783 views today |
|
|
|