Site icon suprovatsatkhira.com

খুলনা আধুনিক রেলস্টেশন থেকে ট্রেন চলাচল শুরু

খুলনা অফিস: নবনির্মিত আধুনিক রেলস্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা ৪০ মিনিটে প্রথম ট্রেন হিসেবে চিত্রা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে খুলনা ছেড়ে গেছে। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন স্টেশনের কার্যক্রম শুরু হয়।
রেলওয়ের ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান বলেন, এখন থেকে পুরোপুরিভাবে আধুনিক রেলস্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হলো। আমরা অনেক খুশি।
নতুন স্টেশন থেকে প্রথম ট্রেন যাত্রার সময় উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক মজিবর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা সফরের সময় চলতি বছরের ৩ মার্চ স্টেশনটি উদ্বোধন করেন।
খুলনা রেলস্টেশনের মাস্টার মানিক চন্দ্র সরকার বলেন, আধুনিক স্টেশনে এক সঙ্গে ৬টি ট্রেন প্রবেশ ও বের হতে পারবে। এখন থেকে নতুন এ স্টেশন ট্রেনের ব্যস্ততা ও যাত্রীসহ দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হবে। তিনি জানান, পুরনো স্টেশন থেকে ইতোমধ্যে নতুন স্টেশনে সরঞ্জামাদি নেওয়া হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version