Site icon suprovatsatkhira.com

খিঁচুনী ও অটিস্টিক রোগীদের মেডিসিন সেবা গ্রহণে কাউন্সেলিং বিষয়ক প্রশিক্ষণ

ডিআরআরএ’র আয়োজনে খিঁচুনী, অটিস্টিক ও মেন্টাল ক্লায়েন্টদের মেডিসিন সেবা গ্রহণে কাউন্সেলিং এর উপর দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পিআইএইচআরএস প্রজেক্টের আওতায় ৩ নভেম্বর শুরু হওয়া প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক ছিলেন ডিআরআরএ’র অকুপেশনাল থেরাপিস্ট সৈয়দ সাখাওয়াত হোসেন।
খিঁচুনী অটিস্টিক ও মেন্টাল ক্লায়েন্টদের মাল্টিডিসিপিলানরী এপ্রোচে সেবা প্রদানে জেনারেল মেডিসিন ও বিশেষায়িত মেডিসিন সেবা প্রদানে সেবাপ্রদানকারী/কাউন্সেলরদের দক্ষতা বৃদ্ধির জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে নারীকণ্ঠ উন্নয়ন সংস্থা, সিপিএফ, গোদাড়া প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, অপারাজিতা নারী উন্নয়ন সংস্থার ১১জন, প্রতিবন্ধী সংগঠনের সদস্য ও প্যারেন্টস/কেয়ারগিভার ১২জনসহ ২৫জন অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version