ডেস্ক রিপোর্ট: সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গাওছে জামান আরেফ বিল্লাহ হযরত শাহ্ সুফি খান বাহাদুর আহছান উল্লাহ (র.) এর পাক রওজা শরীফ জিয়ারত করেছেন সাতক্ষীরা সদর আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে তিনি নলতা পাক রওজা শরীফে গিয়ে যোহরের নামাজ আদায়ের পর পীর কেবলার মাজার জিয়ারত করেন।
পরে তিনি নলতা শরীফের খাদেম মৌলভী মো. আনছার আহম্মদ এর সাথে দেখা করেন। এসময় রওজা শরীফের খাদেম এমপি রবির মাথায় হাত রেখে দোয়া করেন।
তার সাথে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, নির্বাহী সদস্য রফিকুল ইসলামসহ দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।