খায়রুল আলম সবুজ, পাকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটার খলিষখালীতে ছয়দিন ব্যাপি কাত্যায়নী পূজা শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় খলিষখালী উত্তর পাড়া বাজার সংলগ্ন ডা, মৃণাল কান্তি বসুর পূজা মন্ডপে এ পূজার শুরু হয়। খলিষখালী কাত্যায়নী পূজা উদযাপন কমিটির সভাপতি দেবাশীষ সিংহ ও সাধারণ সম্পাদক সঞ্জয় বসুর উদ্যোগে পূজার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খলিষখালী পূজা উদযাপন কমিটির সভাপতি কমল কুমার দাস, সাধারণ সম্পাদক বিপ্লব মুখার্জী চাদু, সহসভাপতি সুনিল কুমার দে, মৃনাল কান্তি বসু, বিধান চন্দ্র দাস, ভোলা রায়, অসিত মুখার্জী, শ্যাম প্রসাদ বসু, দেব আইচ, বিশ্বনাথ দে, স্বদেস বসু, সত্য পদ দত্ত প্রমুখ।
8,703,960 total views, 893 views today