খলিষখালী (পাটকেলঘাটা) প্রতিনিধি: পাটকেলঘাটা খলিষখালীতে মহাধুমধামের মধ্য দিয়ে পালিত হয়েছে হিন্দুধর্মালম্বীদের অন্যতম প্রধান উৎসব শ্যামা কালী পূজা।
মঙ্গলবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এ উপলক্ষ্যে খলিষখালী পূজা উদযাপন কমিটির সভাপতি কমল কুমার দাশের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়ে।
র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, খলিষখালী ইউপি চেয়াম্যান সাংবাদিক মোজফ্ফর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন, খলিষখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর দাস, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার শরিফুল ইসলাম, কৃষকলীগ নেতা বিধান দাস, ইউপি সদস্য উত্তম দে, সবুর সরদার ও খলিষখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর সবুর প্রমুখ।
দীপাবলি উপলক্ষ্যে এলাকা জুড়ে আলোয় আলোকিত হয়। খলিষখালী, দলুয়া, কাটাখালী, কাশিয়াডাঙ্গা, চোমরখালীসহ বিভিন্ন গ্রামে আলোকসজ্জা করা হয়। এছাড়া হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন প্রতিষ্ঠানে, দোকানপাটে, বাসা-বাড়িতে সন্ধ্যার পরপরই দীপাবলি মঙ্গল শিখার জন্য মোমবাতি প্রজ্জলন করা হয়।
খলিষখালীতে আনন্দঘন পরিবেশে কালী পূজা পালিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/