Site icon suprovatsatkhira.com

কৈখালীর রাস্তা বেহাল

শরিফুল ইসলাম রায়হান, কৈখালী: কৈখালী বিজিবি সড়ক বেহাল হয়ে আছে। এ অবস্থা দীর্ঘদিন ধরে চললেও তা সংস্কারের উদ্যোগ নিচ্ছেন না কেউ।
সূত্র জানায়, জয়াখালির মাছের মোড় থেকে প্রায় এক কিলোমিটার ইটের সোলিং হলেও প্রায় আধা কিলোমিটার রাস্তা জুড়ে ইট থেকেও নেই। এই রাস্তা ২০ বছর ধরে অবহেলিত অবস্থায় আছে। উন্নয়নবান্ধব সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও কৈখালীর জনগণ এই বেহাল রাস্তার উন্নয়ন দেখতে পাচ্ছেন না।
কৈখালী ইউনিয়ানের ১ ও ২ নাং ওয়ার্ডবাসীর যাতায়াতের প্রধান রাস্তা। এ এছাড়া কৈখালী বিজিবি ক্যাম্প ও কৈখালী ফরেস্ট অফিসসহ স্কুল মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষা অঙ্গনের শিক্ষার্থীরা চলাচল করেন। ইট ঠিকমত না থাকার কারণে অনেক ঝুঁকি নিয়ে মানুষ রাস্তার পাশ দিয়ে চলাচল করেন। যানবাহনও চলাচল করে ঝুঁকি নিয়ে। বর্ষার সময় সমস্যা আরো বেড়ে যায়। কৈখালীর প্রধান এই সড়ক দ্রুত সংস্কার করার জন্য সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী জনগণ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version