Site icon suprovatsatkhira.com

কেশবপুরে বাল্য বিয়ের দায়ে বর-কাজীসহ ৪ জনের কারাদণ্ড

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে বাল্য বিয়ের দায়ে বর-কাজীসহ চারজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩ নভেম্বর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ দণ্ডাদেশ প্রদান করেন।
থানা সূত্র জানায়, গত শনিবার রাতে উপজেলার সাতবাড়িয়া গ্রামের মোহাম্মদ আলীর বাড়িতে তার ৮ম শ্রেণিতে পড়ুয়া কন্যার সাথে পার্শ্ববর্তী জাহানপুর গ্রামের আকামত আলীর ছেলে তোফাজ্জেল হোসেনের বিয়ের কার্যক্রম চলছিল। খবর পেয়ে ওই রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানূর রহমান পুলিশ নিয়ে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কাজী, বরসহ চারজনকে আটক করে। পরে তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্য বিয়ে পড়ানোর অভিযোগে কাজী ইমরান হোসেনকে দুই বছর, বর তোফাজ্জেল হোসেনকে দুই বছর ও বাল্য বিয়েতে সহযোগিতা করার অভিযোগে ছেলের পিতা আকামত আলী, মেয়ের পিতা আব্বাস আলীকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। পুলিশ রোববার তাদের জেল হাজতে প্রেরণ করেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version