Site icon suprovatsatkhira.com

কেশবপুরে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৮

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে নাশকতাসহ বিভিন্ন মামলায় আটজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গৌরীঘোনা গ্রামের করিম ফকিরের ছেলে ইউসুফ ফকির (৫০), ফতেপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে জাহাঙ্গীর আলম (৩৫), সারুটিয়া গ্রামের নফর সরদারের ছেলে মশিয়ার সরদার (৪৫), আড়–য়া গ্রামের খালেক মোল্ল্যার ছেলে কামাল হোসেন (৩০), ভালুকঘর গ্রামের এলাহী বক্সের ছেলে মোস্তাফিজুর রহমান (৪৮), সারুটিয়া গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে শাহীনুর রহমান (৪০), আড়–য়া গ্রামের সোবাহান মোল্যার ছেলে আবদুল মালেক (৪০) ও ভবানীপুর গ্রামের মৃত মহব্বত জমাদ্দারের ছেলে রাশেদ জমাদ্দার (৩৫)।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, বুধবার রাতে অভিযান চালিয়ে নাশকতা মামলায় গৌরীঘোনা গ্রাম থেকে ওয়ার্ড বিএনপির নেতা ইউসুফ ফকির, ফতেপুর গ্রাম থেকে বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, সারুটিয়া গ্রাম থেকে বিএনপি নেতা মশিয়ার সরদার, আড়–য়া গ্রাম থেকে ওয়ার্ড বিএনপির নেতা কামাল হোসেন ও ভালুকঘর গ্রাম থেকে ওয়ার্ড বিএনপির নেতা মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। একই অভিযানে মারামারি মামলার এজাহারভুক্ত আসামি সারুটিয়া গ্রাম থেকে শাহীনুর রহমান, আড়–য়া গ্রাম থেকে আবদুল মালেক ও ভবানীপুর গ্রাম থেকে রাশেদ জমাদ্দারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার যশোর আদালতে পাঠানো হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version