Site icon suprovatsatkhira.com

কৃষ্ণনগরে স্কুলের সাথে শত্রুতা!

জামাল উদ্দীন, কৃষ্ণনগর (কালিগঞ্জ): সকালের আলো ফুটে ওঠার সাথে সাথে মানুষের আনাগোনা বাড়তে লাগলো। স্কুলের পাশে চায়ের দোকান। দোকানে চা খেতে আসা মানুষ দেখতে পেল স্কুলের বারান্দায় বেশ কিছু ময়লা-আবর্জনা ফেলে রাখা হয়েছে। কাছে গিয়ে দেখা গেল শুধু বারান্দায় নয় স্কুলের শ্রেণিকক্ষের জানালা দিয়ে ভিতরেও ফেলা হয়েছে আবর্জনা। শুধু কি আবর্জনা, মানুষরূপী কেউ প্রসাব করেছে শ্রেণিকক্ষের ভেতরে। এসব দেখে তো সেসব মানুষের রাগে চোখ রাঙা হয়ে গেল। যাচ্ছেতাই বলে গাল দিলেন কেউ কেউ। এমনই কা- ঘটেছে কালিগঞ্জের কৃষ্ণনগরে। ইউনিয়নের কিষাণ মজদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে রাতের অন্ধকারে ঘটানো হয়েছে এই ঘটনা।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা খোকন ঢালী জানান, দোকানে চা খেতে এসে দেখি বিদ্যালয়ের বারান্দায় কিছু ময়লা আবর্জনা। পরে কাছে গিয়ে দেখি বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ভিতরেও ময়লা-আবর্জনা ফেলা হয়েছে। তবে কারা ফেলেছে এমনটা জানার চেষ্টা করা হলেও জানা যায়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম জানান, কে বা কারা করেছে তা জানি না। তবে যারা করেছে তারা অত্যন্ত নিকৃষ্ট। কালিগঞ্জ সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল হাকিম, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রহমান মোল্যা, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল আজিজ গাইনকে বিষয়টি জানানো হয়েছে। তাদের নির্দেশক্রমে স্কুল থেকে আবর্জনা পরিষ্কার করে ফেলা হয়েছে।
তবে মূল হোতারা যেই হোক তাদের আইনেরও আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version