Site icon suprovatsatkhira.com

কুলিয়ায় মাদক জঙ্গী সন্ত্রাস ও বাল্যবিবাহ বিরোধী সমাবেশ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়া ইউনিয়নে মাদক, জঙ্গী, সন্ত্রাস ও বাল্যবিবাহ বিরোধী সমাবেশে দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী বলেছেন, সমাজ থেকে মাদক, জঙ্গী-সন্ত্রাস, বাল্যবিবাহ প্রতিরোধ করতে হলে সকলকে এক হয়ে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজকে কলঙ্কমুক্ত করতে হবে। আর এর জন্য দরকার যৌথ প্রচেষ্টা। পুলিশ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করে সমাজের শান্তি বজায় রাখছে। তাই বলে জনগণ বসে থাকবে তা নয়, তাদেরকেও এগিয়ে আসতে হবে এসব অপরাধের মোকাবেলা করতে। তিনি আরো বলেন, আপনারা জানানে পুলিশের সেবা আরো সহজে মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে ৯৯৯ চালু হয়েছে। যেখানে কল করে অতি সহজে আপনি যে কোন তথ্য পুলিশকে দিতে পারবেন। এমনকি আপনার তথ্য থাকবে গোপন।
মঙ্গলবার বিকাল ৪টায় দেবহাটা থানা পুলিশের আয়োজনে কুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ভারপ্রপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী। বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) উজ্জল কুমার মৈত্র। থানার এসআই মামুনুর রহমানের সঞ্চলনায় উপস্থিত ছিলেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার ইয়ামিন আলী, ইউপি সদস্য প্রেম কুমার, ভরত চন্দ্র, অচিন্ত মন্ডলসহ স্থানীয় ধর্মীয় নেতা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version