Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী পালিত

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে। গতকাল বেলা পৌনে ১ টায় কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলমের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর কর্মময় জীবন সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখেন ডা. রুহুল আমিন।
এসময় বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সহকারী অধ্যাপক বিএম আবেনুর রহমান, নজরুল ইসরাম, সুফিয়া খাতুন, নাসিম সুলতানা, রেজাউল হক, জাহাঙ্গীর আলম, সুকুমার ঘোষ, বিকাশ মিস্ত্রী, আবু মুছা, আওছাফুর রহমান, ডিএম নাসির উদ্দীন, মাসুদুর রহমান, প্রবীর কুমার দেবনাথ, সোমা সরদার, গোবিন্দ দুলাল বর, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসাইন চৌধুরীর সঞ্চালনায় মূল আলোচনা পেশ করেন এবং মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের খতিব মাওলানা আশরাফুল ইসলাম আজিজী।
এছাড়াও কালিগঞ্জ সরকারি কলেজ, সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ, ভদ্রখালী মাধ্যমিক বিদ্যালয়, নলতা মাধ্যমিক বিদ্যালয়, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়, উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়, রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ, সুরত আলী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version