Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে পাঁচ দিনব্যাপী শ্রীশ্রী শ্যামা কালী পূজা শুরু আজ

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: “ওঁ শ্রী শ্রী শিবায় নমঃ, ওঁ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রাকালী কপালিনী, দুর্গা শিখা ক্ষমা ধাত্রী স্বস্তা স্বধা নমোহস্ততে” প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের জিরণগাছা যুব সংঘের উদ্যোগে ও জিরণগাছা হাটখোলা সর্বজনীন দুর্গা মন্দিরের আয়োজনে পাঁচ দিনব্যাপী ৫ম তম শ্রীশ্রী শ্যামা কালী পূজা শুরু হবে আজ।
জিরণগাছা যুব সংঘের সভাপতি সুভেন্দু মন্ডল ও সাধারণ সম্পাদক দীপক কুমার মন্ডল জানান, মঙ্গলবার (৬ নভেম্বর) রাত ১২টা থেকে সারা রাতব্যাপী মাতৃমন্দিরে সর্বজনীন শ্রী শ্রী শ্যামা কালী পূজা, অর্চনা, ভোগ, আরতি, পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ ও আলোকসজ্জ্বা প্রদর্শনী হবে।
এছাড়া ৭ নভেম্বর, বুধবার আলোকসজ্জ্বা, ৮ নভেম্বর সন্ধ্যায় বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা হবে।
আগামী ৯ নভেম্বর, শুক্রবার সন্ধ্যায় নৃত্যসঙ্গীত এবং র‌্যাফেল ড্র, ১০ নভেম্বর সন্ধ্যায় আলোকসজ্জ্বা শেষে প্রতিমা বিসর্জন করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version