Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে এইচএম এরশাদের পক্ষে কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দের মতবিনিময়

কালিগঞ্জ প্রতিনিধি: আগামী ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনের মনোনয়ন প্রাত্যাশী এইচএম এরশাদের পক্ষে কাজ করার লক্ষ্যে কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতারা মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জাতীয় পার্টি কালিগঞ্জ কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু।
উপজেলা ছাত্র সমাজের সভাপতি নুর ইসলাম বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যুব সংহতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহাজাদা, কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ মাতলুব হোসেন লিয়ন, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোড়ল জিয়াউর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউল হক জুয়েল, যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান তালুকদার প্রমুখ।
সভায় বক্তরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা -৪ আসনে মনোনয়ন প্রার্থী এইচএম এরশাদকে শ্যামনগর-কালিগঞ্জ থেকে বিপুল ভোটে নির্বাচিত করার লক্ষ্যে কাজ করার জন্য নেতা কর্মীদেরকে আহবান জানান। তারা বলেন, এই আসন থেকে পল্লীবন্ধু নির্বাচিত হলে সাতক্ষীরায় মানুষের ভাগ্য উন্নয়ন হবে। রাস্তা-ঘাট, কলকারখানার ব্যাপক উন্নয়ন হবে। বেকার যুবকদের কর্মসংস্থান হবে। তাই সকলকে একসাথে হোসাইন মোহাম্মদ এরশাদের পক্ষে মাঠ পর্যায়ে কাজ আহবান জানান নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় জেলা ও উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version