সুপ্রভাত সাতক্ষীরা ডেস্ক: লাইসেন্স না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরির অভিযোগে কল্যাণী ফুড প্রোডাকশনের মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৪ নভেম্বর) দুপুর ১টার দিকে তালা উপজেলার ইসলামকাটি বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন।
ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক বলেন, ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৫৩ ধারা অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন ও মিলের লাইসেন্স না থাকায় কল্যাণী ফুড প্রোডাকশনের মালিক ইতু দেকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/