Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় স্বাস্থ্য সেবা সম্পর্কিত সেমিনার

Exif_JPEG_420

ডেস্ক রিপোর্ট: কলারোয়ায় অত্যাধুনিক স্বাস্থ্যসেবা সম্পর্কিত এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬নভেম্বর) সকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল অডিটোরিয়ামে ওই সেমিনারের আয়োজন করে খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় সংগঠনের সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমানের সভাপতিত্বে সেমিনারে উপজেলার ১২টি ইউনিয়নের পল্লী চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মারুফ আহম্মেদ।
তিনি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশংসা করে বলেন, ‘প্রতিটি রুগীই আপনার পরিবার’।
এসময় উপস্থিত ছিলেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা এহসানুল কবীর, আবুল কালাম আজাদ, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সহসভাপতি সেলিম মোহাম্মদ সিদ্দিকী, মুকুল হোসেন, সহসাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক সামিম হুসাইন প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version