ডেস্ক রিপোর্ট: কলারোয়ায় নিহত নির্মাণ শ্রমিক জগো দাসের পরিবারকে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। বৃহস্পতিবার সকালে জগোর স্ত্রী কল্পনা রানীর হাতে ১০ হাজার টাকার একটি চেক, নগদ ৩ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকার অনুদান তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক কুরবান আলী, উপদেষ্টা আবুল হোসেন, সোনাবাড়িয়া ইউনিয়ন ইমারত শ্রমিকের আহবায়ক দ্বীন ইয়ামিনসহ স্থানীয় ইউনিয়ন পর্যায়ের নেতা আ. লতিফ, কানাই দাস, শুভাস দাস ও আজগর আলীসহ অন্যান্য রাজমিস্ত্রিগণ।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর কলারোয়ার রামকৃষ্ণপুর ঋষি পাড়ার একটি বিল্ডিংয়ে রাজমিস্ত্রির কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের মেইন লাইনের তারে জড়িয়ে তার মৃত্যু হয়।