কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে তিন দিনব্যাপি খাদ্য নিরাপত্তা ও পুষ্টিমেলার উদ্বোধন কার হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। উত্তরণের সফল প্রকল্পের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহাসিন আলী, সমবায় কর্মকর্তা নওশের আলী প্রমুখ।