Site icon suprovatsatkhira.com

কলারোয়ায় এসএসসির ফরম ফিলআপে ব্যর্থ হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

ডেস্ক রিপোর্ট: আসন্ন এসএসসি পরীক্ষার ফরম ফিলআপ করতে না দেওয়ায় কলারোয়া গালর্স পাইলট হাইস্কুলের দুই শিক্ষার্থী চেতনানাশক ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। মঙ্গলবার এ রিপোর্ট লেখা পর্যন্ত অচেতন অবস্থায় তারা কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বিদ্যালয়ে ফরম ফিলআপ বাবদ জমা দেওয়া ৪ হাজার ৬’শ টাকা ফেরত দেয়ায় সোমবার (২৬নভেম্বর) বিকেলে ওই দুই শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা চালায়।
কলারোয়া হাসাপাতালে সরেজমিনে গেলে সেখানে অবস্থানরত ফরম ফিলআপ বাতিল হওয়া অপর দুই শিক্ষার্থী জানায়, ‘দুই অসুস্থ বান্ধবীসহ আমরা ৬ জন বান্ধবী ফরম ফিলআপ বাবদ প্রত্যেকেই স্কুলে ৪ হাজার ৬’শ টাকা করে জমা দেই। কিন্তু ফরম ফিলআপের শেষ দিন ২২ নভেম্বর থেকে একেক দিন একেক জনের জমাকৃত টাকা ফেরত দিয়ে বলে দেয়া হয় যে, তোমাদের ফরম ফিলআপ করা সম্ভব হবে না। এরপর তারা স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সহকারি প্রধান শিক্ষক আসাদুজ্জামান, পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ আমজাদ হোসেনসহ স্কুলের সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করেও কোন ফল না পাওয়ায় সোমবার (২৬ নভেম্বর) আমাদের দুই বান্ধবি আত্মহত্যার চেষ্টা করে।’
অসুস্থ একজনের বাবা জানান, ‘সোমবার দুপুরের ভাত খেয়ে মেয়ে ঘুমিয়ে পড়ে। বিকেল সাড়ে ৪ টার দিকে ঘুমন্ত মেয়েকে ডাকতে গেলে কোন সাড়াশব্দ না পাওয়ায় তাৎক্ষনিকভাবে তাকে কলারোয়া হাসপাতালে ভর্তি করা হয়। এর পরপরই তার আরেক বান্ধবীকেও একই অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
এ ব্যাপারে হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত নার্গিস ফাতেমা জানান, ‘তারা ঘুমের ট্যাবলেট খেয়েছে। বর্তমানে তাদের অবস্থা কিছুটা উন্নতি হয়েছে।’
স্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব জানান, ‘ফরম ফিলআপ বাবদ ৪ হাজার ৬’শ টাকা গ্রহণ বা ফেরতের বিষয়টি আমি জানি না। তবে তারা নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তাদের ফরম ফিলআপ করা সম্ভব হয়নি।’

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version