Site icon suprovatsatkhira.com

কবিতা: হেমন্ত বেলায়

কুয়াশার শরীরে আলস্য ভাঙে মিষ্টি রোদ
সোনা ধানের মৌ মাখা গন্ধ আর
সতেজ খেজুর রসে সাঁতরে বেড়ায় রসিক পিঠা
ডালিভরা শিউলীর উষ্ণতায় আমার
হিম হিম পায়ে বয়ে যায় হেমন্ত বেলা।

মেঠো শালিকের ডানার ভারে,
রোদের নূপুর পরে দোলে কলমি ডগা
সতেজ সবজির সবুজ পাতায়
ফিকে হয় শিশিরের পদচিহ্ন
চলে ঈশ্বরের গোপন খেলা।

বিকেলী রোদের খেয়ায় কার্পাস তুলো
আঁকে মেঘের মানচিত্র।
হলদে সর্ষের আইল জুড়ে
নিমগ্ন সন্ন্যাসের মেলা।

সাজ বিলাসী গোধূলি বালিকার
গাঢ় লিপস্টিকের ভাঁজে
সাঁতরে বেড়ায় লাজুক বালক
চকিত চাহনিতে দেয় দোলা।

নকশীকাঁথার আড়ালে লুকোয় কৃষাণী
আঁচলের ভাঁজে গেঁথে নেয় শীতকাঁটা
ব্যাকুল প্রেমের মিহিন যন্ত্রণায়
কাটে কম্পমান রাত্রিবেলা।

মোহনীয় রাতের ক্লান্ত বাঁশি
নিঃশব্দে নামায় ভোর
অজ¯্র সবুজে ভিজে শরীর
পূবের জানলায় মুচকি হেসে উঁকি দেয়
আমার হেমন্ত বেলা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version