Site icon suprovatsatkhira.com

কবিতা: হেমন্ত গেল কই?

শৈশবেতে জেনেছিলাম
ছয় ঋতুর এ বাংলাদেশ,
সময়ের বিবর্তনে আবহাওয়ার পরিবর্তনে
হেমন্ত কী শেষ?
শরৎ শেষে হেমন্ত আসে
ময়-মুরুব্বি কয়,
শীতের আগেই শীতের পরশ
হেমন্ততেই রয়।
কুয়াশার মাঝে ভোরের দিনকর
শীতল হাওয়া সাঁঝে,
ভোর-সাঁঝের এই হিমেল হাওয়া
যেন শীত আগমনী বাদ্য বাঁজে।
দিকে দিকে খেজুর গাছি
ফুটছে শীতের ফুল,
আবাল-বৃদ্ধ-বনিতা যতো
খেজুর রস খেতে করে নাকো ভুল।
শীত এসেছে শীত এসেছে
হেমন্ত গেল কই?
ঋতু বদলে আসবে কী ফিরে?
হেমন্তের আশায় রই।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version