স্বাধীনতা কই আমার বুকের খাঁচায়?
তপ্ত আগুন যেন রৌদ্রে পুঁড়ায়!
টকটকে ফুল ফোঁটে খান বাড়ির আঙিনায়,
এত সুবাস তবু সেথা ভ্রমরের ঠাই নাই।
স্বাধীনতা কই আমার বুকের খাঁচায়?
সুদূরে দেখি মাঝি আনমনা বৈঠা বায়,
রক্তচক্ষু বিবর্ণ ঠোটে তবু স্বাধীনতা নাই!
তবু স্বাধীনতা নাই!
কলমের মৃত্যু কবির বিষপান আজ বড্ড কাঁদায়,
নিঃসঙ্গ প্রেমের ছবি খোলা বারান্দায় চিরতরে ঘুমায়।
স্বাধীনতা কই আমার বুকের খাঁচায়?
https://www.facebook.com/dailysuprovatsatkhira/