তুমি মা ও মাটির গন্ধ,
তুমি সোনালী ফসল-
কৃষকের মুখে হাসি
তুমি দরিদ্র অসহায়-
মানুষের জীবিকা- জীবিকায়ন,
তুমি সুশীলন।
তুমি বান ভাসী মানুষের আশ্রয়,
তুমি গৃহহারা পথিকের আবাস,
তুমি সংগ্রামী, লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত,
মানুষের মানব অধিকার,
তুমি শিক্ষা ও শান্তি,
তুমি আইন ও আদালত- নারীর অধিকার।
সবুজ বৃক্ষের পাতা,
গৃহহারা মায়ের সন্তান,
অবুজ শিশুর মন,
তুমি সুশীলন।
চির সবুজ বনভূমি,
বৃক্ষের ছায়া-পাহাড়ী ঝর্ণাধারা,
উড়ন্ত বলাকা-পশুপাখির আবাসস্থল,
জীববৈচিত্র্য, তুমি সুশীলন।
তুমি রংধনু সাত রঙে আঁকা,
সোনলী স্বপ্ন হোক পূরণ,
আমাদের প্রত্যাশা,
তুমি সুশীলন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/