Site icon suprovatsatkhira.com

কবিতা: বাসিফুলে পূজা

প্রভাতফেরী এল দুয়ারে আমার
পূজার অঞ্জলি সাজিয়ে,
পূণ্যস্নান সেরে, অর্ঘ্যমালা নিয়ে
পূজার অঞ্জলি সাজিয়ে।
বাসীফুলে হয়কি পূজা
হৃদয় মন্দিরে,
বসে যে দেবতা,
বোঝে না সে কি এ ছলনা,
অশ্রু ধুপের পূজারই ধোয়াঁ
আর দেবতা,
তুষ্ট হয় কি…
মেকী এ প্রসাদ পেয়ে,
পূজার অঞ্জলি সাজিয়ে।
মন কি কাদেঁ না পূজারীর
মিথ্যা এ পূজা দিয়ে
বুঝে যাবে অন্তর ও বাহিরের দেবতা,
কলঙ্ককে মালা করে
অপবাদের
কালিমা দিয়ে…
দিবে ব্যর্থ এ জীবন কাটিয়ে,
পূজার অঞ্জলি সাজিয়ে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version