ঐ পারেতে বাড়ি আমার
নদীর ও-পার বাড়ি,
যাও না মাঝি নিয়ে আমার
দাও না নদী পাড়ি।
জামাইয়ের বাড়ি গেলাম মাঝি
অনেক দিন পর,
মেয়ে আমার সুখে নয়-কো
নয়কো স্বামীর ঘর।
শ্বাশুড়ি-ননদ দু’জন মিলে
করে অত্যাচার,
মেয়ে আমার কেমনে করবে
করবে বল ঘর ?
জামাই আমার মাতাল ছিল
বুঝতে পারেনি মাঝি,
এখন সে যে দিচ্ছে আমার
কি রকম এ সাজি।
নেশা করে জামাই আমার
মেয়ে ধরে মারে,
কেমন করে থাকবে মেয়ে
থাকবে স্বামীর ঘরে ?
বিয়ের সময় দিয়েছি ভরিয়ে
জামাইয়ের ঘর কান,
মেয়ের কাছে চাইছে জামাই
নতুন করে পণ।
মা মরা মেয়েটি আমার
বড্ড লক্ষ্মী মাঝি,
এই ভূবনে মেয়েটি আমার
এক মাত্র পুঁজি।
অবাক মাঝি চেয়ে রয়, পথপানের দিকে
আসছে কিনা পথ-পানে কোন রাহী,
দাও না মাঝি, দাও না মাঝি এবার যে নাও ছাড়ি
তাড়াতাড়ি নোঙ্গর কর, নোঙ্গর কর তরী।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/