Site icon suprovatsatkhira.com

কবিতা: অতুলনীয়

সাতক্ষীরারই মানুষ আমরা বাড়ি সুন্দরবন
হিংসা-বিদ্বেষ নেইতো আমগো, সাদাসিধে মন।
ঝগড়া বিবাদ করিনাতো কারো সাথে কেউ
আমগো মাঝে আছে শুধুই সাম্য-ন্যায়ের ঢেউ।
আমগো জেলায় পাবে তুমি নাম না জানা সব
সকাল, বিকাল শুনতে পাবে পাখির কলরব।
আমগো জেলার মাটি তোমার মুগ্ধ করবে মন
আছে হেথায় রূপের আঁধার বিশ্বসেরা বন।
পুকুর ভরা মাছ আছে আর গোলা ভরা ধান
মাঠে গরুর পাল আছে আর আছে হরেক গান।
শাপলা-শালুক ফুটে আছে বিলের পরে বিল
দেখতে পাবে, আকাশ নীলে উড়তে হাজার চিল।
গাঁয়ের বুকে বয়ে গেছে এলোমেলো খাল
তারই চরে খুঁজে পাবে, ছাগল-ভেড়ার পাল।
আমগো জেলায় আছে আরও কাঁচামাটির ঘর
নদীর তীরে চোখ জুড়ানো ধূ ধূ বালুচর।
বন্ধু তোমায় দিচ্ছি দাওয়াত এসো আমগো গাঁয়
সুন্দরবনে ঘুরতে যাবো চড়ে ছোট্ট নায়।
সুন্দরবনের রূপের বাহার দেখবে তুমি ভাই
যার তুলনা তোমগো জেলায় তেমন কিছুই নাই।
হরেক রকম গাছের সারি জুড়িয়ে যাবে মন
মুখ হা করে থাকবে তুমি দেখতে সারাক্ষণ।
বনের ভেতর বয়ে গেছে ছোট্ট-বড়ো খাল
মাঝে মাঝে দেখবে সেথায় বন্যপশুর পাল।
রয়েল বেঙ্গল টাইগার আছে, আছে পাখির দল
গাছে গাছে বানরগুলোর সেকি কোলাহল!
সেথায় মায়ার হরিণ দেখে মুগ্ধ হবে বেশ
রূপের মাঝে হারিয়ে যাবে কাটবে না তো রেশ।
দাওয়াত দিলাম সুযোগ মতো এসো কিন্তু ভাই
আমগো জেলার তুলনা যে সারাদেশে নাই।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version