Site icon suprovatsatkhira.com

কদমতলা-রাজনগর বাজার-লাবসা ইউপি সড়ক নির্মাণের কাজ উদ্বোধন

নৌকায় আস্থা রাখুন, সদরের কোন রাস্তা খারাপ থাকবে না: এমপি রবি
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরতলীর কদমতলা বাজার হতে রাজনগর বাজার ভায়া লাবসা ইউপি সড়ক নির্মাণের কাজ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (০১ নভেম্বর) বিকালে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করেন।
প্রধান অতিথি বলেন, সদর উপজেলার একটি রাস্তাও খারাপ থাকবে না। আমার নির্বাচনী এলাকার মানুষের চলাচলে কোন কষ্ট থাকবে না। এজন্য পরিকল্পনা মাফিক পর্যায়ক্রমে প্রত্যেকটি রাস্তার কাজ শুরু হচ্ছে। সরকারের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা নৌকায় আস্থা রাখুন। সামনে নির্বাচন। এই নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনুন।
লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, লাবসা ইউপি সদস্য ফেরদৌসি ইসলাম মিষ্টি, ইউপি সদস্য কাজী মনিরুজ্জামান মনি, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউছুফ আলম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, যুব নেতা জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি শাওন, মো. আরসাদ আলী, ইবাদুল্লাহ হাজরা প্রমুখ।
প্রসঙ্গত, বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক ও অবকাঠামো মেরামত/পুনর্বাসন প্রকল্পের আওতায় সাতক্ষীরা এলজিইডি’র বাস্তবায়নে ২ কোটি ১৯ লক্ষ ৩৫ হাজার টাকা ব্যয়ে রাস্তাটি নির্মিত হচ্ছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version