নিউজ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা সাতক্ষীরার শ্যামনগরের রাজা প্রতাপাদিত্যের ঐতিহ্যবাহী যশোরেশ্বরী মন্দির ও দেবহাটার প্রণবমঠ পরিদর্শন করেছেন।
এ উপলক্ষ্যে তিনি রোববার (৪ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজে পৌঁছান। এ সময় জেলা মন্দির সমিতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠন তাকে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানায়।
পরে দুপুরে তিনি শ্যামনগরের ঈশ্বরীপুরে বার ভুইয়াদের অন্যতম রাজা প্রতাপাদিত্য স্থাপিত যশোরেশ্বরী মন্দির পরিদর্শনে যান। এ সময় তিনি সেখানে পূজা দেন।
সেখানে তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন, ভারত-বাংলাদেশ অকৃত্রিম বন্ধু। সৌহার্দপূর্ণ পরিবেশে দুই দেশের সম্পর্ক অটুট থাকবে।
পরে তিনি দেবহাটার ভারত সেবাশ্রম প্রণব মঠ পরিদর্শন করেন।
সফরকালে তার সাথে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, শ্যামনগরের ইউএনও মো. কামরুজ্জামান, ভারতীয় হাইকমিশনের সেক্রেটারি রাজেশ ইউক, শিশির কোটারি ও নবনীতা চক্রবর্তী।
ঐতিহ্যবাহী যশোরেশ্বরী মন্দির পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/