নভেম্বর ৩, ২০১৮
এমপি রবির প্রচেষ্টায় সবার আগে উদ্বোধন হলো সাতক্ষীরারটি: বাটকেখালিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন ওয়াটার প্লান্ট উদ্বোধন
ফাহাদ হোসেন: সাতক্ষীরা পৌরসভার বাটকেখালিতে প্রতি ঘণ্টায় ৩শ ৫০ ঘন মিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন গ্রাউন্ড ওয়াটার সিস্টেম প্লান্ট উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি প্রধান অতিথি হিসেবে প্লান্টটি উদ্বোধন করেন। প্লান্টটি দৈনিক ১০ ঘণ্টা সক্রিয় রাখলে ৫০হাজার মানুষের সুপেয় পানির অভাব পূরণ হবে। 8,495,296 total views, 3,074 views today |
|
|
|