নভেম্বর ৪, ২০১৮
এমপি জগলুলের নেতৃত্বে বিশাল রোড শো
![]() শ্যামনগর প্রতিনিধি: নৌকায় ভোট চেয়ে স্মরণকালের বৃহত্তম রোড শো’য় নেতৃত্ব দিয়েছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার। রোববার বিকাল ৩টায় কালিগঞ্জের কাকশিয়ালি নদীর দক্ষিণ প্রান্তে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে হাজার হাজর নেতাকর্মী জড়ো হয়ে এমপি এসএম জগলুল হায়দারকে বরণ করে নেন। এসময় এমপি জগলুল হায়দার শ্যামনগর-কালিগঞ্জের ২০টি ইউনিয়নের দলীয় সভাপতি-সম্পাদককে নিয়ে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন। 9,098,525 total views, 2,664 views today |
|
|
|