Site icon suprovatsatkhira.com

উত্তর দেবনগরে বিনাধানের ফসল কর্তন উপলক্ষ্যে মাঠ দিবস

ডেস্ক রিপোর্ট: ‘শেখ হাসিনার নির্দেশ জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকাল সম্পন্ন আমন ধানের জাত বিনাধান-৭ ও বিনাধান-১৭ এর ফসল কর্তন উপলক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ নভেম্বর) বিকালে সদরের লাবসা ইউনিয়নের উত্তর দেবনগরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সাতক্ষীরা উপকেন্দ্রের আয়োজনে এবং জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের (সিসিটিএফ) সহযোগিতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. বীরেশ কুমার গোস্বামী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দীপক কান্তি পাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনার উদ্ভিদ প্রজনন বিভাগের সিএসও ড. মির্জা মোফাজ্জল ইসলাম, সিএসও ড. মো. আব্দুল মালেক, সিসিটিএ প্রকল্প পরিচালক ড. মো. শহিদুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন কোষের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মো. নুরুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা অলি আহম্মেদ ফকির প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আরাফাত তপু, ফার্ম ম্যানেজার মো. আতিকুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুম সরদার, উপ-সহকারি কৃষি অফিসার কিরণময় সরকার প্রমুখ।
এসময় প্রধান অতিথি অতিরিক্ত সচিব দীপক কান্তি পাল বলেন, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। আর কৃষকরা হচ্ছে এই দেশের প্রাণ। তাই কৃষক এবং কৃষির উন্নয়নে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর কর্মকর্তারা গবেষণার মাধ্যমে নতুন নতুন জাত উদ্ভাবন করছে। এসব জাত অন্যান্য কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে পারলে কৃষি ক্ষেত্রে খাদ্য শস্য উৎপাদন বহুগুণে বৃদ্ধি পাবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version