নিজস্ব প্রতিবেদক : শিক্ষা-বান্ধব সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষক-কর্মচারীদের ৫% ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা প্রদানের ঘোষণা দেওয়ায় সাতক্ষীরায় স্বাধীনতা শিক্ষক পরিষদ অভিনন্দন জ্ঞাপন করে আনন্দ শোভাযাত্রা করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা স্বাশিপের আয়োজনে রোববার সকাল ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে আনন্দ শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে শেষ হয়। পরে আলোচনাস ভায় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপন করেন। সাতক্ষীরা জেলা স্বাশিপের সভাপতি প্রভাষক এম. গুশান্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর সভাপতি মিম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, দেবহাটা সভাপতি আব্দুল আজিজ, আশাশুনী সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তালা সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাফরুল্লাহ, আওছাফুর রহমান, সালেহা আক্তার, আব্দুল্লাহ আল মামুনসহ জেলার নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা ও জেলার সর্বস্তরের শিক্ষক-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আকবর হোসেন ও রুস্তম আলী।