নওয়াপাড়া প্রতিনিধি: শনিবার (২৪ নভেম্বর) দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আষ্কারপুর মাটিকোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নওয়াপাড়া ইউনিয়ান পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আকবর আলী, আছমান আলী, স্কুলের প্রধান শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।