Site icon suprovatsatkhira.com

আশাশুনি হাসপাতালের কোয়াটার থেকে স্বর্ণালঙ্কার চুরি

সমীর রায়, আশাশুনি: আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়াটারে বসবাসরত উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার আলিফ রহমানের রুমের তালা ভেঙ্গে লক্ষাধিক টাকার মালামাল চুরি করে পালিয়েছে দুুর্বৃৃত্তরা। সোমবার (১৯ নভেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে যে কোন সময় এই চুরির ঘটনা ঘটে।
আলিফ রহমান জানান, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় শ্রেণির কোয়াটারের ৪র্থ তলায় তিনি ও একই পদে চাকরিরত তার স্ত্রী আশরাফুন্নেছা সপরিবারে বসবাস করেন।
সোমবার সকাল ৯টার দিকে রুমে তালা দিয়ে অন্য দিনের মত তারা স্বামী-স্ত্রী একসাথে বেরিয়ে কর্র্মস্থলে যোগ দেন।
বেলা ১১টার দিকে কোন এক কাজে আলিফ রহমান বাসায় ফিরে দেখেন মেইন দরজার ও শো’কেসের তালা ভাঙা। ভেতরে গিয়ে দেখা যায় তার শো’কেসের ড্রয়ারে রাখা সোনার বালা, চেইন, কানের দুল ও ব্রেসলেটসহ মোট ৩ ভরি ওজনের স্বর্র্ণালঙ্কার ও অন্যান্য মালামাল চুরি হয়ে গেছে।
আলিফ রহমান জানান, ওই ভবনের ৩য় তলায় স্যানেটারি ইন্সপেক্টর গোলাম মোস্তফা ও ২য় তলায় কমপ্লেক্সের অন্য কর্মচারী থাকলেও অফিস টাইম থাকায় কেউ রুমে ছিলেন না। সুযোগ বুঝে দুর্বৃত্তরা দরজা ও ড্রয়ারের তালা ভেঙে উপরিউক্ত মালামাল চুরি করে নিয়ে গেছে।
দিনের বেলায় এমন দুঃসাহসিক চুরি হওয়ায় ভুক্তভোগীসহ কমপ্লেক্স কোয়াটারে থাকা অন্য পরিবারগুলোও উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version