আশাশুনি প্রতিনিধি: আশাশুনির বাঁকড়ায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় সাতক্ষীরা একাডেমি ফুটবল একাদশ জয় পেয়েছে।
শুক্রবার (১৬ নভেম্বর) বিকালে বাঁকড়া ইউনাইটেড ক্লাবের আয়োজনে ক্লাব মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম খেলায় সাতক্ষীরা একাডেমি ফুটবল একাদশ ও দেবহাটার টিকেট ফুটবল একাদশ মুখোমুখি হয়।
খেলায় উভয়পক্ষের আক্রমণ পাল্টা আক্রমণে সাতক্ষীরা একাডেমি ফুটবল একাদশ ৪-১ গোলে টিকেট ফুটবল একাদশকে পরাজিত করে।
খেলায় পরিচালনা করেন নাসির উদ্দীন। ধারাভাষ্যে ছিলেন আসাদুল ইসলাম।
এর আগে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য নজরুল ইসলাম গাইন, আব্দুল গফ্ফার, ডিএসবি জিএম মোফাকুজ্জামান, শিক্ষক রবীন্দ্র নাথ পাঁড়, গাউছুল হোসেন, ইয়াছিন আলী, ইব্রাহিম খলিল প্রমুখ।