আশাশুনি প্রতিনিধি: আশাশুনির কুঁন্দুড়িয়া গ্রামের গুরুতর অসুস্থ তিন রোগীকে ত্রাণ সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী কর্র্মকর্তা মীর আলিফ রেজা কুঁন্দুড়িয়া গ্রামের হামিদ গাজীর ছেলে অসুস্থ হাফিজুল ইসলাম, সাইফুল ইসলাম ও হালিমা খাতুনকে তিন প্যাকেট ত্রাণ সহায়তা প্রদান করেন। প্রতি প্যাকেটে পাঁচ কেজি করে চাউল, এক কেজি ডাউল, এক লিটার তেল, এক কেজি লবণ, এক কেজি চিড়া, এক কেজি চিনি, এক ডজন মোমবাতি, এক ডজন দিয়াশলাই, এক কেজি বিস্কুট ও ৫০০ গ্রাম মুড়ি রয়েছে। এর আগে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল তাদেরকে চিকিৎসার জন্য ১০ হাজার এবং ইউএনও মাফফারা তাসনীন ৫ হাজার টাকা প্রদান করেন।