Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে সাস’র অভিজ্ঞতা বিনিময় সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে সাতক্ষীরা উন্নয়ন সংস্থার অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ নভেম্বর) সকালে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর সীডস প্রকল্প অফিসে স্ট্রমী ফাউন্ডেশনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অংশগ্রহণ করেন প্রকল্পাধীন উপজেলার ১০টি স্কুলের প্রধান শিক্ষক, ৫টি স্কুলের এসএমসি সভাপতি, ব্রীজ স্কুলের শিক্ষিকা ও সংলাপ এনিমেটরবৃন্দ। প্রোগ্রাম অফিসার (শিক্ষা ও কিশোরী ক্ষমতায়ন) প্রভাস কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রকিব, শাহাজাহান আলি, আবু সেলিম, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান প্রমুখ। সভায় বিগত দিনে উল্লিখিত স্কুলসমূহে প্রকল্পের অধীনে কার্যক্রম, সহায়তা ও কার্যক্রমের সফলতা তুলে ধরে আলোচনা ও পর্যালোচনা করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version