Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা।
সোমবার (৫ নভেম্বর) বিকালে আশাশুনি প্রেসক্লাবে ক্লাবের সভাপতি জিএম মুজিবুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ছাইদুল ইসলাম, ক্লাবের উপদেষ্টা অধ্যাপক সুবোধ চক্রবর্তী, একেএম এমদাদুল হক, ক্লাবের সহসভাপতি আব্দুল আলীম, সাবেক সাধারণ সম্পাদক এসএম আহসান হাবীব, সাধারণ সম্পাদক জিএম আল ফারুক, যুগ্ম সম্পাদক মাসুদুরা রহমান, সাংগঠনিক সম্পাদক সমীর রায়, দপ্তর সম্পাদক আলী নেওয়াজ প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা বলেন, সরকারি পরিসেবা সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিতে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সমাজের সংগতি ও অসংগতিগুলো তুলে ধরলে আমরাও বিষয়গুলো নিয়ে আন্তরিকভাবে কাজ করতে পারব।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version