আশাশুনি (শোভনালী) প্রতিনিধি : আশাশুনির শোভনালীতে একটি ধর্মীয় উৎসবে ভীড়ের চাপে গরম ডালের পাত্রে পড়ে ৩ জন দগ্ধ হয়েছেন। তারা হলেন কামালকাটি গ্রামের নিতাই মন্ডল (৪০), কুন্দুড়িয়া গ্রামের অসিত সাধু ও তার স্ত্রী সবিতা সাধু। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকাল ৩ টায় শোভনালীর কামালকাটি গ্রামে ইসকণ মন্দিরের অন্নকূট অনুষ্ঠানে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঐতিহ্যবাহী এ পূজায় এদিন প্রায় ২০ হাজার পূর্র্ণার্থীর সমাগম ঘটে। পূর্ণার্থীদের প্রসাদের জন্য বিভিন্ন তরকারি রান্না শেষে বড় বড় পাত্রে রাখা হয়। বিকাল ৩ টার দিকে অন্নকূটের প্রসাদ বিতরণের ঠিক আগ মুহুর্ত্বে ভীড়ের চাপে ওই ৩ জন গরম ডালের মধ্যে পড়ে গুরুতর আহত হন।
তাদের প্রথমে সাতক্ষীরা সদরে, অবস্থার অবনতি হতে থাকলে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে আহতদের পারিবারিক সূত্রে জানা গেছে।
আশাশুনিতে অন্নকূট পূজায় খাবারের পাত্রে পড়ে ৩ জন দগ্ধ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/