Site icon suprovatsatkhira.com

আর্থ-সামাজিক উন্নয়নে ভারত বাংলাদেশ এক সাথে কাজ করছে: শ্রিংলা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভারত বাংলাদেশ এক সাথে কাজ করে যাচ্ছে। ভারতীয় দূতাবাস বাংলাদেশের অনেকগুলো সামাজিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ৬৪ হাজার কোটি টাকা অনুদান দিয়েছে।
রোববার (৪ নভেম্বর) সন্ধ্যায় ভারত সরকারের আর্থিক সহায়তায় যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়া বৈদ্যনাথ ধাম মন্দিরের নতুন ভবন উদ্বোধনকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ মন্দির উন্নয়নে ভারত সরকার ৩৫ লাখ টাকা অনুদান দিয়েছে বলে মন্দির কমিটির নেতৃবৃন্দ জানান।
মন্দির কমিটির সভাপতি সুব্রত চক্রবর্তীর সভাপতিত্বে স্থানীয় এমপি স্বপন ভট্টাচার্য্য, যশোরের জেলা প্রশাসক আব্দুল আউয়াল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার, মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, যশোর রামকৃষ্ণ আশ্রম ও মঠের অধ্যক্ষ জ্ঞান প্রকাশানন্দ, জেলা মহিলা পরিষদের সভাপতি তন্দ্রা ভট্টাচার্য্য, খুলনাস্থ ভারতীয় ডেপুটি হাইকমিশনার রাজেশ রায়েনা, ভারতীয় হাইকমিশনের প্রধান সচিব (রাজনৈতিক-১) নবনীতা চক্রবর্তী, প্রধান সচিব (রাজনৈতিক-২) রাজেশ উইকে, দ্বিতীয় সচিব (বাণিজ্য) শিশির কোঠারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version