Site icon suprovatsatkhira.com

আধুনিক চাষাবাদ কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ

ডেস্ক রিপোর্ট: জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উপকূলীয় লবণাক্ত এলাকায় আধুনিক চাষাবাদ কলাকৌশলের উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে সাতক্ষীরার বিনেরপোতাস্থ কৃষি গবেষণা কেন্দ্রে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে উপজেলা কৃষি অফিসার ও কৃষিসম্প্রসারণ কর্মকর্তাদের নিয়ে অপ্রচলিত তেল ফসল সয়াবিন, সূর্যমুখী ও তিসি ফসল চাষাবাদের উপর এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দ বিশ্বসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর তৈলবীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার নুরুল ইসলাম, গাজীপুর তৈলবীজ গবেষণা কেন্দ্রের কর্মসূচি পরিচালক ড. মোবারক আলী, বিনোরপোতা কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ইসহাকুল ইসলাম প্রমুখ। কর্মশালায় জেলার ৭টি উপজেলার কৃষি অফিসার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কৃষি গবেষকরা এ সময়, উপকূলীয় লবণাক্ত এলাকায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সয়াবিন, সূর্যমুখী ও তিসিসহ বিভিন্ন তেল ফসলের উন্নত চাষাবাদ ও কলাকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version