ডেস্ক রিপোর্ট: আত্মকর্মসংস্থানের জন্য অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (০৫ নভেম্বর) সকালে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এই সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন এবং নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। তাই দেশের উন্নয়ন ও অগ্রগতিকে এগিয়ে নিতে নারীদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, দেবহাটা উপজেলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, কলারোয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার, আশাশুনি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইয়েদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সদর উপজেলার ৫ জন অসহায় মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।