Site icon suprovatsatkhira.com

আচরণবিধি লঙ্ঘন করে নৌকার প্রচার বন্ধের দাবি খুলনা বিএনপির

খুলনা অফিস: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে খুলনা মহানগরীতে প্রতিনিয়ত ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা নৌকার পক্ষে প্রচার প্রচারণা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে বিএনপি নেতারা বলেন, বিভিন্ন সংগঠনের ব্যানারে সভা সমাবেশের আবরণে খুলনা আওয়ামী লীগের শীর্ষ নেতারা সরকারের উন্নয়নের গালভরা বুলি আওড়ে নৌকার পক্ষে ভোট চাচ্ছেন। শুধুমাত্র ঘরোয়া আয়োজনে নয়, রাস্তার ওপরে মঞ্চ স্থাপন করেও আওয়ামী লীগের নির্বাচনী প্রচার চলছে।
প্রধান নির্বাচন কমিশনার সুস্পষ্টভাবে বলেছেন, প্রতীক বরাদ্দের পূর্বে সব ধরনের প্রচার প্রচারণা নিষিদ্ধ। অথচ খুলনাতে এ নির্দেশ লঙ্ঘিত হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সকল সংস্থাও একেবারে নির্বিকার। বিবৃতিতে বিএনপি নেতারা অবিলম্বে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য জেলা নির্বাচন অফিস, রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসারদের দৃষ্টি আকর্ষণ করেন।
বিবৃতিদাতারা হলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম নূরুল ইসলাম দাদু ভাই, সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, ফখরুল আলম, এডভোকেট ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, ইকবাল হোসেন খোকন, আসাদুজ্জামান মুরাদ প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version