নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনিরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চৌগাছা এবং ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান কবির, সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী। দুই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, চৌগাছা পৌরসভার মেয়র নূর উদ্দিন আল-মামুন হিমেল, জেলা পরিষদের নির্বাচিত সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যানবৃন্দ।
ঢাকাসহ চৌগাছা-ঝিকরগাছা’র কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দসহ চৌগাছা-ঝিকরগাছা উপজেলার বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ স্বতস্ফুর্তভাবে এতে অংশগ্রহন করতে দেখা যায়। নৌকা, বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও এমপি মনিরের পক্ষে এ সকল হাজারো নেতাকর্মীর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো ধানমন্ডিস্থ কার্যালয়।
শুক্রবার সকাল ১০টা থেকে আওয়ামী লীগ সভানেত্রীর এই রাজনৈতিক কার্যালয়ের নতুন ভবন থেকে জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়।
তবে কোন আসনে কাকে মনোনয়ন দেওয়া হবে তা এখনো নির্ধারিত হয়নি। আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা আগামী রোববার বিকেল সাড়ে ৩টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। তাতে এসব বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। তফসিল অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।
আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন এমপি মনির
https://www.facebook.com/dailysuprovatsatkhira/