এম.আর মামুন, বল্লী প্রতিনিধি: সাতক্ষীরার রাস্তায় রাস্তায় ঘুরে অসহায় মানুষদের মুখে খাবার তুলে দিচ্ছে সাতক্ষীরা ব্লাড ব্যাংক পরিবার ।
সোমবার (১২ নভেম্বর) শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে তারা এ খাবার দেয়। এই অসহায় মানুষদের সাথে কথা বলে জানা গেছে, তাদের অনেকেই না খেয়ে দিন কাটান। তিন বেলা তাদের আহার জোটে না। অনেকের থাকার মতো নেই কোনো স্থান।
সাতক্ষীরা ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ সমাজের বিত্তবানদের এ ধরনের কাজে এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন। তাদের বিশ্বাস, সহযোগিতা পেলে একদিন সাতক্ষীরার কোনো মানুষ না খেয়ে থাকবে না, রাস্তায় রাস্তায় ভিক্ষা করা লাগবে না। আশ্রয়হীন মানুষদের গাছের নিচে রাত যাপন করতে হবে না।
অসহায় মানুষের মাঝে খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ব্লাড ব্যাংক প্রতিষ্ঠাতা তন্ময় হাজরা, এডমিন প্যানেলের সদস্য আখতারুজ্জামান, শামীম হোসাইন, রাত্রি মন্ডল, মেহেদী জনি, ফিরোজ শাহ, আবু তোহা, আরাফাত হোসেন, ইমরান, মেঘলা, ছন্দা, দিশা, বিদ্যুৎ, শান্তা, তানহা, রনি, পলাশ, সুবর্ণা, সাকিব, হেলাল, হান্নান, আব্দুল্লাহ প্রমুখ।