সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রতিষ্ঠাতা সদস্য ও নির্বাচন বোর্ড-২০১৫ কমিটির সদস্য, মেসার্স সুন্দরবন ‘স’ মিলের সত্ত্বাধিকারী স. ম. সামছুর রহমান মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র-কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বাদ জোহর নারিকেলতলা সার গোডাউন মাঠ প্রাঙ্গণে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় অংশ নেন সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাছিম ফারুক খান মিঠু, সহ-সভাপতি শেখ কামরুজ্জামান মুকুল, চেম্বার অব কমার্সের পরিচালক কাজী মনিরুজ্জামান মুকুল, আব্দুল মান্নান, শেখ আবুল বাশার পিয়ার, সহিদুল হোসেন, সৈয়দ শাহিনুর আলী, শেখ কামরুল হক চঞ্চল, গোলাম আজম ও চেম্বারের ব্যবসায়ী সদস্যসহ স্টাফবৃন্দ।
তার মৃত্যুতে সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন এবং রুহের মাগফেরাত কামনা করে বিবৃতি দেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি