শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে দলিত’র উদ্যোগে ‘দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় হতদরিদ্রদের পুষ্টির চাহিদা পূরণ ও আয় বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী মুরগী পালন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা মহিউদ্দীন আহম্মেদ এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে মুরগী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক আনছুর রহমান মল্লিক, ইউপি সদস্য আব্দুর রশিদ ও সাংবাদিক আবু সাঈদ।